এক খন্ড দেশ
nnnnnnকমলাপুর রেইলওয়ে স্টেশন। দুপুর বারটা। এখনি পৌছবে একতা এক্সপ্রেস। সেই সকাল নয়টা পঞ্চাশে এ আসার কথা। অথচ আসবে এখন। অপেক্ষায় বিষন্ন প্রতিটি যাত্রী।nnসুগন্ধা ও পাচ নং প্লাটফরমের একেবারে শেষ প্রান্তে তারা ঘাটি গেড়ে অপেক্ষারত সেই…
nnnnnnকমলাপুর রেইলওয়ে স্টেশন। দুপুর বারটা। এখনি পৌছবে একতা এক্সপ্রেস। সেই সকাল নয়টা পঞ্চাশে এ আসার কথা। অথচ আসবে এখন। অপেক্ষায় বিষন্ন প্রতিটি যাত্রী।nnসুগন্ধা ও পাচ নং প্লাটফরমের একেবারে শেষ প্রান্তে তারা ঘাটি গেড়ে অপেক্ষারত সেই…
nnnnnnরাস্তায় মানুষের ঢল নেমেছে,বিদ্ধস্ত চেহারার সব মানুষ। তাদের চলার ছন্দে শ্রান্তি,মুখাবয়বে ক্লান্তি আর চোখে উদ্ভ্রান্তি। চারদিকে গতসপ্তাহের ঝড়ের সাক্ষি হিসেবে রেখে যাওয়া ধ্বংসলীলার নগ্ন ছাপ। বড় বড় বয়েসী মেহগনী গাছগুলো এখনো রাস্তার পাশে পড়ে আছে…