কিচ্ছু আমার যায় আসে না (সুনীল স্মরণে)
বাক্যটা শোনার পর থেকে প্রতিক্রিয়াহীনসত্যি বলছি,বিশ্বাস হচ্ছে না?অ্যা, বলো কী তুমি?আমার কথা বিশ্বাস করে না…কত বড় স্পর্ধাবিশ্বাস করে না!কাছে আয় তবে টুটি চেপে ধরে বিশ্বাস করাবো তোকেমাথার চুল খামচে ধরে বলবো‘কবিরা কখনো মিথ্যে বলে না’হ্যা,…
