21 February, 2017
0 Comments
1 category
সব চুপ
মন জানালায় ডুব
রোদ ঘুম
আকাশের ব্যাথা আছে খুব
তাই সব চুপ।
সব চুপ
মেঘেদের পায়ের নুপুর
বেজে যায় ঝুম
পৃথিবীতে প্রেম আছে খুব
তাই সব চুপ।
সব চুপ
শুধু গান ঝুপ ঝুপ
বাতাসে অশ্রুর চুম
আভাসে সৃস্টির রূপ
দেখে সব চুপ
খুব খুব চুপ।
প্রথম প্রকাশঃ ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২১
Category: কবিতা
