0 Comments


ব্যথা,
প্রিয় বন্ধু আমার
ঘুমিয়েছ নাকি?
চল বসি কিছুখন মুখোমুখি
কথা হোক চোখাচোখি
তীব্র সুখেও কন্ঠ বেয়ে উঠে এসে জাগিয়ে দিলে
বন্ধু, থেকো কাছাকাছি।

ব্যথা,
ঘুমিও না তুমি আর
চির নি:সংগ আমায়
ছেড়ে যেওনা,
এই জনসমুদ্রের ঢেউ
চায় না তোমাকে কেউ
শুধু তোমাকে খুঁজে ফেরে একজন
আমি ছাড়া সে কোন জন?
অজান্তে,চিরন্তন,অনন্তে, অশেষ...

ব্যথা,
জেগে থাকো আমার আত্মার ভিতরে
জেগে থাকো আমার সব মুগ্ধতার মাঝে
জেগে থাকো আমার অনাগত ভ্রুনে
জেগে থাকো আমার চিরন্তন সত্ত্বায়,
ব্যথা ,তুমি ঘুমিওনা আর....।

প্রথম প্রকাশঃ ২৭ শে জুলাই, ২০১১ রাত ১:৫৩



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

পলায়নপর

পালানো বিদ্যা চুড়ির চেয়েও বড়কখনো কখনো পালানোই জীবন,পালিয়ে থেকে বুঝেছিপালানো…

আঁধারের গান

এই আঁধারির কোন শেষ নেইমহাবিশ্বের শুরু সেসে ছাড়া কোন প্রাণ…