0 Comments



২৩ টি অভিযোগ, ১৭২ পৃষ্ঠার রায় পড়া এ্যখনো হয়নি,
সবচেয়ে বেশি অভিযোগ, সবচেয়ে বড় রায়
কুকুরটা নাকি সেদিন কাউকে কামড়ায়নি।

গনহত্যা, ধর্ষণ, লুন্ঠন মোট ৭২টি ঘটনা
না মরা পর্যন্ত খুচিয়ে হত্যা ৬ জন মানুষকে
কুকুরটা নাকি দেশেই ছিলনা।

ব্রাশফায়ার থেকে কেউ বাদ যায়নি
প্রার্থণারতকে প্রার্থণালয় থেকে টেনে হিচড়ে বের করে খুন
অথচ কুকুরটা নাকি কাউকে কামড়ায়নি।

৩২ জনকে গুলি করে হত্যা,
উচ্ছেদ, অগ্নিসংযোগ আর দখলি নেয় সেই ঘেউ
অথচ তাকে নাকি দ্যাখেনি কেউ।

ক্ষিতিশ মহাজনের পুকুরপার
৭০ নর-নারীর রক্তে লাল হয়ে গেল
গর্ভবতী অর্ধপ্রশবিনী মা গুলি খেয়ে পড়ে থাকে
ধরণি সর্বসহা কথাটা মিথ্যা হয়ে যায় সেদিন ই
অথচ সেই খুনী কুকুরটা নাকি ছিলনা সেখানে আর।

সতিশচন্দ্রকে খুন করে লাশ আর জীবন্ত আত্মীয়সহ
ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল যে শকুনটা
জিপের পেছনে বেধে হেচড়ে নিয়ে গিয়েছিল যে নেকড়ে
সেই পশুটা নাকি দেশেই ছিল না,
কী অসাধারন জেনেটিক গন্ডগোল এজাতির,
এ মিথ্যা শুধু মিথ্যা নয়,
আদর্শহীনতার জলন্ত প্রমাণ
সত্যি ই কী ভয়াবহ দুঃসহ।

আরো কত গনহত্যা আর ধর্ষণ এর জন্মদাতা এই শুয়োরটা
কেউ জানেনা কেউ জানেনা
২৯ মার্চ '৭১ জেনারেল বিমানযোগে বিদেশ যাত্রার ২ বস্তা দলীল
অথচ ৪ঠা এপ্রিল থেকে পিএ বাংলা-করাচি বিমান বন্ধ
১০ মন সোনা আর গুডস হিল
১০ ট্রাক অস্ত্র আর নোংরা ফোয়ারার অশ্লীল
স্রোত, সব কিছুর আজ, কবর দেবো।

দেবোই।।

প্রথম প্রকাশঃ ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

সব চুপ

সব চুপমন জানালায় ডুবরোদ ঘুমআকাশের ব্যাথা আছে খুবতাই সব চুপ।সব…

তোমার কাঁধ

কী অদ্ভূত এক ঝিলিমিলি ছায়া সেখানেদখিনা বাতাসের কলরোলেমুখরিত ভালবাসায় আন্দোলিত…

আঁধারের গান

এই আঁধারির কোন শেষ নেইমহাবিশ্বের শুরু সেসে ছাড়া কোন প্রাণ…