0 Comments

তোমার ভেলভেটের মত ঝলমলে ব্যক্তিত্ব দেখে
ক্ষণিকের জন্য মুগ্ধ হয়েছিলাম,
কিন্তু আমার প্রয়োজন ছিল
আটপৌরে সুতি শাড়ির মলমলে নরম আচলের মত
ছোট ছোট স্নেহ মাখা শাসন আর যত্ন,
ঐটুকুতেই আমি রাজার সম্মান পেতাম।

ভালই হল,
তোমার আলোর ঝল্কানিতে
ঝলসে গিয়েও বেচে গেলাম,
ভালই হল
কুড়িয়ে পাওয়া ঝর্না জলে
চোখ কিছুটা ভিজিয়ে ভালই হল
মুখ ফিরিয়ে তোমার থেকে
নতুন করে পুরোনকে
ফিরে পেলাম।

ভালই হল
চোখ ধাঁধানো রঙ্গিন আলোয়
খেই হারিয়ে
পথ হারিয়ে
পথের খোঁজে দাড়িয়েছিলাম।

ভালই হল
মেঘের মত বন্ধু আমায়
হাত বুলিয়ে ডেকে নিল
ভালই হল,
সব হারিয়ে বেচেই গেলাম
ভালয় ভালয় ভাল থেকো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

ব্যথাই বন্ধু

ব্যথা,প্রিয় বন্ধু আমারঘুমিয়েছ নাকি?চল বসি কিছুখন মুখোমুখিকথা হোক চোখাচোখিতীব্র সুখেও…

সব চুপ

সব চুপমন জানালায় ডুবরোদ ঘুমআকাশের ব্যাথা আছে খুবতাই সব চুপ।সব…

সহজ চাওয়া

একটু যদি সহজ হও,কী ক্ষতি হয়!নীল যদি বেগুনী হয়,একটু সময়,কী…