ভাল থেকো
তোমার ভেলভেটের মত ঝলমলে ব্যক্তিত্ব দেখেক্ষণিকের জন্য মুগ্ধ হয়েছিলাম,কিন্তু আমার প্রয়োজন ছিলআটপৌরে সুতি শাড়ির মলমলে নরম আচলের মতছোট ছোট স্নেহ মাখা শাসন আর যত্ন,ঐটুকুতেই আমি রাজার সম্মান পেতাম।ভালই হল,তোমার আলোর ঝল্কানিতেঝলসে গিয়েও বেচে গেলাম,ভালই হলকুড়িয়ে…
