19 February, 2017
0 Comments
1 category
একটু যদি সহজ হও,কী ক্ষতি হয়!
নীল যদি বেগুনী হয়,
একটু সময়,
কী ক্ষতি হয়!
একটু যদি সহজ হাস
একটু যদি সহজ বল
কী ক্ষতি হয়!
একটু যদি কঠিন চাওয়া
ছেড়ে ধর সহজ পাওয়া।
কী ক্ষতি হয়!
একটুখানি সহজ ভাবন
কিংবা চোখের সহজ কথা
গড়তে পারে সহজ বাঁধন
কিংবা ভালবাসার গাঁথা।
তাই এসো সহজ হই
সহজ ছাড়া উপায় কই?!
প্রথম প্রকাশঃ ১০ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩১
Category: কবিতা
